আমাদের গল্প
RMG সেক্টর সংশ্লিষ্ট সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সম্ভবনার দ্বার খুলে প্রতিষ্ঠান ও কর্মীর সফলতার দিক নির্দেশনা দেওয়াই RMG STAR এর লক্ষ্য।
আমাদের মিশন
উচ্চ মনোবল ও পেশাগত দক্ষতাসম্পন্ন মানবসম্পদ নিয়ে সফলতার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ, যার মূল উদ্দেশ্য মেধা, শ্রম ও কেীশললের সমন্বয়ে এই শিল্পখাতকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া ও কর্মীদের জন্য একটি গর্বের ভিত্তি তৈরি করা।
আমাদের ভিশন
‘মেড ইন বাংলাদেশ’ আমাদের অর্থনৈতিক উৎসের নাম বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। শ্রমে-ঘামে বেড়ে ওঠা একটি শক্তি,তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। দেশের অর্থনীতিকে বেগবান করতে পোশাক শিল্পের কোনো বিকল্প নেই।এ সেক্টরকে এগিয়ে নিতে সব থেকে বেশি প্রয়োজন একটি দক্ষ এবং বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা পদ্ধতির অনুসরণ। তার লক্ষ নিয়েই RMG STAR।
এই সেক্টর কেন্দ্রিক সকল বাস্তবসম্মত প্রশিক্ষণ, চাকরীর খবর, প্রয়োজনীয় ডকুমেন্টস লাইব্রেরি ও ব্লগিং এর মাধ্যমে এই সেক্টরের জানা অজানা সবকিছু ছড়িয়ে দেয়ার একটি প্রয়াশ। পাশে থাকুন এই উদ্যোগের।